Posts

Showing posts from April, 2020

সিরিয়া নিয়ে দুবাই ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন জায়েদের নতুন কুটনীতিঃ

মিডিয়াতে হয়তো আমরা সৌদি আরবের প্রিন্স মুহাম্মদ বিন সালমানকে দেখে মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি মনে করি। কিন্তু পর্দার অন্তরালে মধ্যপ্রাচ্যের সবকিছুর কলকাঠি নাড়ছেন অন্য আরেকজন, তিনি হচ্ছেন দুবাই ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন জায়েদ(MBZ) মূলত তাকেই বলা হয়, মধ্যপ্রাচ্যের আসল ডন। ইয়েমেনের যুদ্ধ, খলিফা হাতফারের ত্রিপোলি অভিযান, সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশিরকে ক্ষমতাচ্যুত, কাতার অবরোধ, মিশরের সাবেক প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত সবখানেই রয়েছে মুহাম্মদ বিন জায়েদের প্রত্যক্ষ হস্তক্ষেপ। নতুন করে সিরিয়া নিয়ে MBZ আবার কুটনীতি শুরু করেছেন। কি তার কুটনীতি? এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। ⚫ কে এই মুহাম্মদ বিন জায়েদ? New York Times মুহাম্মদ বিন জায়েদকে নিয়ে ২ জুন ২০১৯ "The most powerful Arab ruler isn't MBS it's MBZ" নামে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে তাকে আরব বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এবং ধনী ব্যক্তি বলা হয়েছে। তার নিয়ন্ত্রিত দুবাই ইনভেস্টমেন্ট অথরিটির সম্পদের পরিমাণ ১.৩ ট্রিলিয়ন ডলার, একই সাথে বলা হয়েছে তিনি হচ্ছেন পুরো বিশ্বের সবচেয়ে ধ