Posts

Showing posts from January, 2018

মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক সম্পর্কে হাদিসের আশ্চর্য ভবিষ্যৎবাণী

২০১১ সালে আরব বসন্তে ক্ষমতা হারানোর পূর্বে হোসনি মোবারক ১৪ই অক্টোবর ১৯৮১ থেকে ১১ই ফেব্রুয়ারি ২০১১ সাল পর্যন্ত দীর্ঘ ৩০ বছর মিশরের প্রেসিডেন্ট ছিলেন। দীর্ঘ ৩০ বছর যাবৎ মুসলমানদের চির শত্রু ইসরাইলের স্বার্থ রক্ষা ও ইখওয়ানুল মুসলিমীন( Muslim Brotherhood) উপর নির্যাতনের জন্য মিশরের মানুষ তাকে ফেরাউনের উত্তরসূরি মনে করত। ১৪০০ বছর পূর্বে রাসূল (সাঃ) প্রত্যেকটি যুগের ভালো এবং অত্যাচারী শাসকের ব্যপারে তিনি আমাদের সতর্ক করে গেছেন। কিন্তু দুঃখের বিষয় হল, আমরা রাসূল (সাঃ) এর হাদীস গুলো একবার পড়েও দেখিনা আর চিন্তাও করি না রাসূল (সাঃ) আমাদের জন্য কি বলে গেছেন? * হযরত নুয়াইম বিন হাম্মাদের আল ফিতান গ্রন্থে মুহাম্মদ ইবনে আলি থেকে হযরত জাফর (রাঃ) বর্ননা করেন, যখন আব্বাসীয় বংশের লোকেরা খোরাসানে আসবে, তখন পূর্ব দিকে শিংঙ্গার আকৃতির ন্যায় একটি তারকার জন্ম হবে, তারপর চন্দ্রগ্রহন এবং সূর্যগ্রহণ হবে। তখন অত্যাচারী জেদ করে বসে থাকবে, যতক্ষণ না মিশরে দাড়-কাক (অর্থাৎ বড় কাক) না আসে। [ আল মুত্তাকি আল হিন্দিঃ আল বুরহান ফি আলামাতিল মাহদী ফি আখিরুজ্জামান, পৃষ্ঠা - ৩২] আমরা সবাই জানি যে, ১৯৭৯ সালে সো

হাদীসে বর্নিত সুফিয়ানী কে? কারা তার সহযোগী হবে? কবে তার আত্নপ্রকাশ হবে?

হযরত মুহাম্মদ (সাঃ) জন্মের পূর্বে আরবের ইহুদীরা অন্য লোকদের এই বলে হুমকি দিত যে, শেষ নবী তাদের মধ্য থেকে জন্মগ্রহণ করবেন, তারপর ইহুদীরা সেই নবীকে সাথে নিয়ে সবাই কে কচুকাটা করবে। কিন্তু আল্লাহ তায়ালা হযরত মুহাম্মদ (সাঃ) পাঠালেন কুরাইশ বংশে, যার কারণে আরবের অধিকাংশ ইহুদী হযরত মুহাম্মদ (সাঃ) কে মেনে নেয়নি। ঠিক বর্তমানে ইরান ইরাক, লেবানন, আফগানিস্তানের শিয়া সম্প্রদায়ের লোকজন সব সময় ইমাম মাহদীর আগমন নিয়ে বেশি বাড়াবাড়ি করছে, অথচ ইমাম মাহদীকে হত্যা করতে তারাই ৭০ হাজার সৈন্য পাঠাবে। সহিহ হাদিস থেকে আমরা জানতে পারি যে, ইমাম মাহদী (আঃ) এর আত্নপ্রকাশের পূর্বে সিরিয়াতে সুফিয়ানীর আগমন হবে। কিন্তু কে হবে সুফিয়ানী? আর কিভাবে আমরা তাকে চিনতে পারব?  মূলত প্রত্যেক সচেতন মানুষের জন্য সুফিয়ানীর পরিচয় জানা অত্যাবশ্যক। বর্তমানে কিছু ব্যাক্তি, যারা সুফিয়ানী সম্পর্কে কিছুটা জানে তারা মনে করে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্টই হল সুফিয়ানী। কিন্তু এই ধারণাটি ভুল, আসল কথা হল ইমাম মাহদীর শত্রু সুফিয়ানী বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদের একই বংশ অর্থাৎ বানু কাল্ব গোত্রের হবেন এবং এই গোত্রের লোকজনই সুফিয়ানীর

ফোরাত নদীর তীরে সোনার পাহাড় কোথায় এবং কবে ভেসে উঠবে? (২০২৩ সালে ইনশাল্লাহ)

ইমাম মাহদী (আঃ) এর আগমনের পূর্বে ফোরাত নদীর তীরে স্বর্নের পাহাড় ভেসে উঠা কিয়ামতের অন্যতম আলামত। বর্তমানে পৃথিবীর অধিকাংশ মানুষের মধ্যেই সম্পদের লোভ মারাত্মক আকার ধারণ করেছে। আর তাই আল্লাহ তায়ালা কিছু লোভী প্রকৃতির মানুষকে ফোরাত নদীর তীরে স্বর্নের পাহাড় প্রকাশ করে পৃথিবী থেকে নির্মূল করে দিবেন। মূলত এই আলামতটি আমাদের একেবারেই নিকটবর্তী। কিন্তু আমাদের মাঝে পর্যাপ্ত হাদীসের জ্ঞান না থাকার কারণে, আমরা কেউই বিষয়টি নিয়ে মানুষকে সতর্ক করছি না। **  হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন,“অদূর ভবিষ্যতে ফোরাত সোনার ভাণ্ডার উন্মুক্ত করে দেবে। সে সময়ে এ ওখানে উপস্থিত থাকবে, সে যেন তার থেকে কিছুই গ্রহণ না করে”। (সহিহ বুখারি, খণ্ড ৬, পৃষ্ঠা ২৬০৫; সুনানে তিরমিজি, খণ্ড ৪, পৃষ্ঠা ৬৯৮) ** হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, “সেই পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না, যতক্ষণ না ফোরাত থেকে সোনার পাহাড় বের হবে। তার জন্য মানুষ যুদ্ধ করবে এবং প্রতি একশ জনে নিরানব্বই জন লোক মারা যাবে। যে কজন জীবনে রক্ষা পাবে, তারা প্রত্যেকে মনে করবে

হলুদ পতাকাবাহী বর্বর আবকা জাতি কারা হবে? কিভাবে তাদের উত্থান ও পতন হবে?

Image
ইমাম মাহদী (আঃ) এর আগমনের পূর্বে সিরিয়াতে সুফিয়ানীর উত্থান হবে। আর সুফিয়ানীর পূর্বে অবশ্যই সিরিয়াতে হলুদ পতাকাবাহী আবকা জাতির (Tuareg) উত্থান হবে। আর এই সুফিয়ানী কালো পতাকাবাহী আসহাব জাতি (Islamic state) এবং হলুদ পতাকাবাহী আবকা জাতি (Tuareg) দের পরাজিত করেই সিরিয়াতে তার ক্ষমতা পাকাপোক্ত করবে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে হলুদ পতাকাবাহী আবকা জাতি (Tuareg) কিন্তু আমাদের চোখের সামনেই রয়েছে, কিন্তু আমরা কেউ তাদেরকে চিনতে পারছি না। তাই আমরা না জেনেই বলে দিচ্ছি আবকা জাতি হল, লেবাননের হিজবুল্লাহ, কেউ বলছে ইরাকের কুর্দি বাহিনী, কেউ বলছে মিশরের ইখওয়ানুল মুসলিমীন (Muslim Brotherhood) । তারা কেবল হলুদ পতাকা দেখেই বিভিন্ন দলের উপর আবকা জাতির ট্যাগ লাগিয়ে দিচ্ছে। সত্যিকার অর্থে কেউ তাদেরকে চিনতে পারছি না, তাই কেউ তাদেরকে নিয়ে মানুষকে সতর্ক ও করছে না। হলুদ পতাকাবাহী এই আবকা জাতি (Tuareg) এতই হিংস্র এবং ক্ষমতাধর হবে যে, তাদের কাছে সর্ব প্রথম পরাজিত হবে উত্তর আফ্রিকাতে অবস্থানরত কালো পতাকাবাহী আসহাব জাতির  অনুসারীরা(Islamic state), তারপর তারা মিশর দখল করবে, আমরিকানদের মিশর থেকে